thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

হলি আর্টিজানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নেই: সিটিটিসি

২০১৯ জুলাই ০১ ০৮:২০:৩৩
হলি আর্টিজানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নেই: সিটিটিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় কোনো গোয়েন্দা ব্যর্থতা নেই বলে দাবি করেছেন তদন্তকারী সিটিটিসি কর্মকর্তারা।

দ্রুততম সময়ে ওই মামলার বিচারকাজ শেষ হবে বলে আশা করছে প্রসিকিউশন। বড় ধরনের হামলা করার মতো সক্ষমতা জঙ্গীদের নেই বলে জানিয়েছে গোয়েন্দারা।

আজ ১ জুলাই, রাজধানীর গুলশান হলি আর্টিজানে রক্তাক্ত জঙ্গি হামলার তিন বছর। এই হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে এসব কথা বলেছেন তারা।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় নিহত হন এক ভারতীয়, নয় ইতালীয়, সাত জাপানী সহ ২০জন। হামলার কৃতিত্ব দাবি করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।

ঘটনার এক বছরের মধ্যে আত্মঘাতি বিস্ফোরণে নিহত হন ১৩ জঙ্গি। দু’জনকে পলাতক দেখিয়ে আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই দু’জন গ্রেপ্তার হলেও নতুন কোনো তথ্য পায়নি তদন্তকারীরা। সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে মামলার বিচারকাজ।

রাজধানীর কুটনীতিক পাড়ায় জঙ্গি হামলার আগাম তথ্য থাকলেও ঠেকানো যায়নি হলি আর্টিজানের রক্তাক্ত আক্রমণ।

কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, রাজধানীতে পুলিশের ওপর সাম্প্রতিক জঙ্গি হামলার ধরনই প্রমাণ করে জঙ্গিদের সক্ষমতা এখন খুবই নিম্ন পর্যায়ে রয়েছে।


(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর