thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

 ‘জাতীয় মুক্তিমঞ্চের’ কর্মসূচিতে যোগ দেবে বিএনপি

২০১৯ জুলাই ০১ ০৮:২৬:০৯
 ‘জাতীয় মুক্তিমঞ্চের’ কর্মসূচিতে যোগ দেবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি ড. অলি আহমেদ নেতৃত্বাধীন ‘জাতীয় মুক্তিমঞ্চের’ কর্মসূচিতে যোগ দিচ্ছে বিএনপি।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনসহ ১৮ দফা দাবিতে ‘জাতীয় মুক্তিমঞ্চের’ আত্মপ্রকাশ ঘটে।

চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে আজ পহেলা জুলাই নবগঠিত এই মঞ্চের পক্ষ থেকে প্রথম কর্মসূচি পালন করা হবে।

শাহাদাৎ হোসেন সেলিম বলেন, ‘আমাদের কর্মসূচিতে বিএনপির প্রতিনিধি অংশ নেবে। তবে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন না। এ ছাড়া দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি এই কর্মসূচিতে অংশ নেবেন।’

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, জাতীয় মুক্তি মঞ্চের কর্মসূচিতে বিএনপির কোনো প্রতিনিধি যোগ দেবেন কিনা বিষয়টি তার জানা নেই।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর