thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন ডিআইজি মিজান

২০১৯ জুলাই ০১ ১৭:০৯:০৬
পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন ডিআইজি মিজান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, তিনি (ডিআইজি মিজান) প্রকাশ্যে ঘুষ লেনদেনের বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন। যেটা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাম্য নয়।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে আদালত এ মন্তব্য করেন।

এ সময় আদালত তাকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দেন এবং ডিআইজি মিজানকে কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ ডিআইজি মিজানের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও আমিনুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর