thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভাঙালেন পপি

২০১৯ জুলাই ০১ ২১:১০:৪৫
ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভাঙালেন পপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে চারদিন পর অনশন ভাঙেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।

সোমবার রাত সোয়া আটটার দিকে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপিকে রাজু ভাস্কর্যে পাঠান কাদের। তারপর পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান পপি।

জানতে চাইলে আন্দোলনকারীদের মুখপাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তাই আমরা অনশন কর্মসূচি থেকে উঠে যাচ্ছি।’

তিনি জানান, মারুফা আক্তার পপিকে নিয়ে অনশনকারীদের ১০ জনের একটি প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে গিয়েছেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর