thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

অর্থবছরের গোড়াতেই বাড়ল সোনার দাম

২০১৯ জুলাই ০৩ ২২:৪৮:২৫
অর্থবছরের গোড়াতেই বাড়ল সোনার দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন অর্থবছরের তৃতীয় দিনেই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বেশি চাহিদা রয়েছে এমন সোনার দর বাড়ানো হয়েছে ভরিপ্রতি দুই হাজার টাকারও বেশি। এতে ২২ ক্যারেট মানের সোনার দর বেড়ে এখন ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াল। ২১ ক্যারেট মানের সোনার দর হবে ৪৯ হাজার ৮৬৪ টাকা।

বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২২ এবং ২১ ক্যারেট মানের সোনাই বেশি কেনা-বেচা হয়ে থাকে। দর বৃদ্ধিতে এবারও আন্তর্জাতিক বাজারের যুক্তি দেখানো হয়েছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক বছরের মধ্যে সোনার দর এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন মার্কেটেও দর বেড়েছে। এ কারণে সার্বিক বিবেচনায় দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৪৪ হাজার ৮৪৮ টাকা হবে। সনাতনী সোনার দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। রূপার দরও বাড়ানো হয়নি। ৯৩৩ টাকা ভরি দরে বিক্রি হবে রূপা। তবে ২৩ ক্যারেটের প্লাটিনামের দর কমিয়ে ৬৩ হাজার ৮৬০ টাকা করা হয়েছে, যা এত দিন ৬৪ হাজার ১৫২ টাকা ছিল।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর