thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বিয়ে না করেও সন্তানের মা

২০১৯ জুলাই ০৫ ১১:৪৯:২৫
বিয়ে না করেও সন্তানের মা

দ্য রিপোর্ট ডেস্ক : খুব বেশি ছবিতে কাজ না করলেও বলিউডে এসেই বেশ নকর কেড়েছিলেন মাহি গিল। তিঘমাংশু ধুলিয়ার সাহেব বিবি অউর গ্যাংস্টার সিরিজে তাঁর অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ঝুলিতে আছে ‘দেব ডি’, ‘দাবাং’ এর মত ছবিও। সেই অভিনেত্রীই এবার নিজের সম্পর্কে বিস্ফোরক টথ্য ফাঁস করলেন।

মাহি গিল এমন একজন অভিনেত্রী যাঁর অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। ‘নবভারত টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তাঁর ‘বয়ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন তিনি।

শুধু তাই নয়, তাঁর এক বছর তিনেকের মেয়েও রয়েছে। তাঁর মেয়ের নাম ভেরোনিকা। অভিনেত্রী জানান, তিনি বিয়ে করেননি, তবে মেয়ের মা হিসেবে তিনি গর্বিত। মুম্বইতেই থাকেন মেয়েকে নিয়ে। আর তাঁর প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি।

যেদিন ইচ্ছা করবে, সেদিনই বিয়ে করবেন বলে জানিয়েছেন মাহি। তবে বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে ভেরোনিকা তাঁর নিজের সন্তান নাকি তাঁকে তিনি দত্তক নিয়েছেন সেবিষয়টি স্পষ্ট করেননি মাহি গিল।

তাঁকে শেষ দেখা গিয়েছে ALTBalaji-র ওয়েব সিরিজ ‘অপহরণ’ ওয়েব সিরিজে। এরপর ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ ছবিতে আভিনয় করবেন তিনি। সেই ছবিতে মাহি গিল ছাড়াও আছেন জিমি শেরগিল, সুধীর পাণ্ডে প্রমুখ।সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর