thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

২০০ কোটি টাকা পাচ্ছেন সালমান

২০১৯ জুলাই ০৬ ১৬:৩৬:৪৭
২০০ কোটি টাকা পাচ্ছেন সালমান

দ্য রিপোর্ট ডেস্ক: সালমান খান। ছোট-বড়, যে পর্দাতেই তিনি আসুন না কেন দর্শকের বিনোদন একেবারে গ্যারান্টেড। সুতরাং চ্যানেলকে হাই টিআরপি দেয়ার জন্য তার পারিশ্রমিক যে চোখ ছানাবড়া করার মতোই হবে, তাতে সন্দেহ নেই।

তাই ‘বিগ বস থার্টিন’-এর সঞ্চালনা করতে তিনি ৪০০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন, এই খবর প্রথমে বিশ্বাস করতে অসুবিধে হয়নি। শোনা গিয়েছিল, প্রতি সপ্তাহে স্পেশ্যাল এপিসোড শুট করতে তিনি ৩১ কোটি টাকা করে পাচ্ছেন।

কিন্তু ‘বিগ বস’-এর টিম থেকেই জানা গেছে, এ তথ্য আদৌ সত্য নয়। গত বছর পারিশ্রমিক বাবদ মোট ১৬৫ কোটি টাকা পেয়েছিলেন সালমান।

এবার নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। প্রতি এপিসোড শুটের জন্য তিনি যে অঙ্কটা চেয়েছেন, তাতে ২০০ কোটির কাছাকাছির মতো পাবেন বলেই শোনা যাচ্ছে। অর্থাৎ এপিসোড প্রতি ১৩ কোটি টাকার মতো!

সূত্র : আনন্দবাজার

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর