thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ জুলাই 25, ২৯ আষাঢ় ১৪৩২,  ১৭ মহররম 1447

উত্যক্তকারীকে পুলিশের গাড়িতেই জুতাপেটা

২০১৯ জুলাই ০৬ ১৭:৩৮:৫১
উত্যক্তকারীকে পুলিশের গাড়িতেই জুতাপেটা

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেয়েদের নানাভাবে উত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম আব্দুল ওয়াহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ও সূর্য সেন হলের ছাত্র সে।

শনিবার সে পুলিশের হাতে আটক হয়েছে। আটকের পর গাড়িতেই ভূক্তভোগী এক ছাত্রীকে নিজের জুতা খুলে পেটাতে দেখা গেছে তাকে।

ভুক্তভোগী এক ছাত্রী জানান, রাতের বেলা ওয়াহেদ বিভিন্ন বাজে মন্তব্য করে তাকেসহ অনেক মেয়েকে উত্যক্ত করতো। মূলত তার প্রেক্ষিতেই আজ তাকে পুলিশে দেওয়া। এর আগে অনেক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এস আই সাহেব আলী বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর