thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আ. লীগের উপদেষ্টা পরিষদে ইনাম আহমেদ চৌধুরী

২০১৯ জুলাই ০৮ ০৬:৩১:৪৫
আ. লীগের উপদেষ্টা পরিষদে ইনাম আহমেদ চৌধুরী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ড. ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ড. ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও কূটনীতিক ড. ইনাম আহমেদ চৌধুরী।

সেসময় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর