thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

উইম্বলডনের ফাইনালে সেরেনা

২০১৯ জুলাই ১২ ১২:৪১:৩৫
উইম্বলডনের ফাইনালে সেরেনা

দ্য রিপোর্ট ডেস্ক: উইম্বলডন ওপেনের ফাইনালে গতবছর অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল সেরেনা উইলিয়ামসের। এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ আবারও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার এ টুর্নামেন্টের চলতি আসরে বারবোরা স্ট্রেইকোভাকে হারিয়ে নারী এককে ১১তম বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন মার্কিন এ টেনিস ললনা।

সেমিফাইনালে বারবোরা স্ট্রেইকোভাকে হারাতে ৫৯ মিনিট সময় নেন সেরেনা। টানা সেটে ৬-১, ৬-২ গেমে জিতে কোর্ট ছাড়েন তিনি। এবার উইম্বলডনের শিরোপা জিতলে ২৪টি গ্র্যান্ডস্ল্যাম নিয়ে সর্বকালের সেরা অবস্থানে থাকা মার্গারিটা কোর্টকে ছুঁয়ে ফেলবেন সেরেনা।

নিজেকে ফিট রেখে এই বয়সে এসেও অপ্রতিরোধ্য গতিতে ছুঁটে চলছেন সেরেনা। ৩৭ বছর বয়সেও অপ্রতিরোধ্য থাকতে পেরে খুব উচ্ছ্বসিত মার্কিন টেনিস কন্যা বলেন,‘আমি যা পছন্দ করি তাই করি। ভালোই লাগছে ফাইনালে আবার পৌঁছাতে পেরে।’

ফাইনালে রোমানিয়ান সুন্দরী সপ্তম বাছাই সিমোনা হালেপের মুখোমুখি হবেন সেরেনা। এ ম্যাচটি জিতলে উইম্বলডনে অষ্টম শিরোপার স্বাদ পাবেন মার্কিন এ কৃষ্ণকলি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর