thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পাওনা টাকা চাওয়ায় নারীকে পেটানোর ঘটনায় এএসআইকে প্রত্যাহার

২০১৯ জুলাই ১৩ ১২:১৭:১৪
পাওনা টাকা চাওয়ায় নারীকে পেটানোর ঘটনায় এএসআইকে প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই শাহানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ২০১০ সালে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত থাকাকালিন প্রায়ই তার খাবারের দোকানে যেতেন শাহানুর রহমান। সখ্যতার একপর্যায়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ধার নেন শাহানুর। কিন্তু ২০১৬ সালে বদলী হওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন। সম্প্রতি ওই নারী পাওনা টাকা চেয়ে শাহিনুরকে উকিল নোটিশ পাঠান।

টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোহিনুরকে শুক্রবার ধুনট থানায় যেতে বলেন ওই পুলিশ সদস্য। সে অনুযায়ী শুক্রবার বেলা ১১টার দিকে ধুনট থানায় যান ওই নারী।

থানায় বাকবিতণ্ডার এক পর্যায়ে এএসআই শাহানুর কোহিনুরকে মারপিট করে থানা থেকে বের করে দেন। পরে স্থানীয় লোকজন আহত নারীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ঘটনার সত্যতা থাকায় পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর