thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

২০১৯ জুলাই ১৪ ১৩:১৬:২৫
পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সকালে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন ওই এলাকার রবিউল আলমের ছেলে মো. আনোয়ার সাদেক (৩৫) ও তার স্ত্রী ওয়ারেসা বেগম (৩০)।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল মতলব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এ সময় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল গ্রামের রবিউল আলমের ছেলে মো. আনোয়ার সাদেকের বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়ে। এতে আনোয়ার সাদেক ও তার স্ত্রী ওয়ারেসা বেগম মাটিতে চাপা পড়েন। পরে সকালে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহ দুটি বাড়িতেই রাখা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনিক অনুমতি পেলে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বমুবিলছড়ি পুরো ইউনিয়ন পানির নিচে। যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেখানে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। একদিকে পাহাড় ধসের ভয়, অন্যদিকে পাহাড়ি ঢলে পানির ভয়ে আতঙ্কিত ইউনিয়নের সাধারণ মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর