thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শ্রীলঙ্কা সফরে মাশরাফি, ফিরলেন এনামুল

২০১৯ জুলাই ১৬ ১৬:২৬:৫৮
শ্রীলঙ্কা সফরে মাশরাফি, ফিরলেন এনামুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগেই জানা গিয়েছিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান থাকছেন না। তবে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে নিয়েই সফরে যাচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাশরাফির অবসর নিয়ে একটা গুঞ্জন ছিল। শ্রীলঙ্কা সফরে তার থাকার ঘোষণা দিয়ে বিসিবি জানিয়ে দিল এখনই শেষ হচ্ছে না তার ক্যারিয়ার। সাকিবের মতো বিশ্রাম দেওয়া হয়েছে লিটন দাসকেও।

বিশ্বকাপে জায়গা পাওয়া পেসার আবু জায়েদ রাহীর অবশ্য জায়গা হয়নি এই দলে। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সম্প্রতি আফগানিস্তান এ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলে ডাক পেয়েছেন।

সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। কলম্বোতে ২৬, ২৮ ও ৩১ জুলাই হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর