thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হু হু করে বাড়ছে পদ্মার পানি

২০১৯ জুলাই ১৯ ১১:৩৯:৫৭
হু হু করে বাড়ছে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি: হু হু করে বাড়ছে রাজবাড়ী অংশের পদ্মা নদীর পানি। জেলার দুটি গেজ স্টেশন পয়েন্টে শুক্রবার পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের ফসলি জমি ও বসতবাড়ি। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষগুলোর মধ্যে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার এবং পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১.২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, নদীর পানি বেড়েই চলছে। আজ রাজবাড়ীতে পদ্মার দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্য একটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার নিচে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর