thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রেনুকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি হৃদয় পাকড়াও

২০১৯ জুলাই ২৩ ২৩:০৮:০৪
রেনুকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি হৃদয় পাকড়াও

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম হোতা হৃদয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়নগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়নগঞ্জের ভুলতা এলাকায় ডিবি পূর্ব বিভাগের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে হৃদয় ডিবি হেফাজতে রয়েছে।

শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গনপিটুনিতে হত্যা করা হয়।

এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর