thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নারী-মাদকসহ আটক সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

২০১৯ জুলাই ২৯ ১২:৫১:০৭
নারী-মাদকসহ আটক সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

খুলনা প্রতিনিধি: ফেনসিডিল ও নারীসহ আটক খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি সমীর কুমার শীলকে দলীয় সব কার্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রলীগ সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

সোমবার খুলনা মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগর ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সমীর কুমার শীল সহসভাপতি, খুলনা মহানগর ছাত্রলীগ সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব কর্মকাণ্ড থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর খানজাহান আলী রোডের ৮৫ নম্বর বাড়ির চারতলা থেকে সমীর কুমার শীলকে এক নারীসহ আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই স্থান থেকে এক নারীকেও আটক করে পুলিশ।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) সুজিত মণ্ডল জানান, নগরীর খানজাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, সমীল কুমার শীল ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। সংগঠনবিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর