thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ফার্মফ্রেশ ও প্রাণ মিল্কের উৎপাদন-বিপণনে বাধা নেই

২০১৯ জুলাই ৩০ ১৭:১৭:০৬
ফার্মফ্রেশ ও প্রাণ মিল্কের উৎপাদন-বিপণনে বাধা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: মিল্ক ভিটার পর এবার প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান এই স্থগিত আদেশ দেন।

এদিন আদালতে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজকের এই আদেশের ফলে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে বাধা থাকলো না বলে জানান আইনজীবীরা।

এর আগে গত রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন।

আদালত তার স্বতঃপ্রণোদিত আদেশে যে ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধের নির্দেশ দেন সেগুলো হচ্ছে-

১. আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’
২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’
৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’
৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’
৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’
৬. ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট ‘আড়ং ডেইরি’
৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’
৮. ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট এর ‘পিউরা’
৯. ইগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’
১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’
১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’
১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’,
১৩. পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’
১৪. তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ‘সেইফ’।

এরপর সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। চেম্বার আদালতের এই আদেশের পর উৎপাদন-বিপণনে ফেরে মিল্ক ভিটা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ৩০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর