thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

কাশ্মীর নিয়ে ভারত-পাক মধ্যস্থতায় ফের ইচ্ছে প্রকাশ ট্রাম্পের

২০১৯ আগস্ট ০২ ১০:৫০:২৯
কাশ্মীর নিয়ে ভারত-পাক মধ্যস্থতায় ফের ইচ্ছে প্রকাশ ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক: মধ্যস্থতা, কয়েক সপ্তাহ আগে এই শব্দ ঘিরে বেধেছিল যত গন্ডগোল৷ একবার ফের শিরোনামে জায়গা করে নিল এই শব্দই৷ কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর নিয়ে তিনি মধ্যস্থতা করতে পারেন।খবর ভারতীয় গণমাধ্যমের

কোলকাতা টুয়েন্টিফোরের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম মার্কিন সফরে দেখা করেন ট্রাম্পের সঙ্গে৷ সেখানে ইমরান তাঁকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার সাহায্য চান বলে জানা যায়৷ কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে৷ এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, এই বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই নির্ভর করছে, তিনি মধ্যস্থতাতে সায় দেন কিনা।

গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর সমস্যায় বিতর্কিত মন্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে ভারতে। ট্রাম্প দাবি করেছিলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন৷ এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি।”

তবে এই ধরণের কোনও কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেননি বলে পরিষ্কার জানিয়ে দেয় ভারতের বিদেশ মন্ত্রক৷ মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দেন৷ জানিয়ে দেন “এই সমস্যা ভারত পাকিস্তানের অভ্যন্তরীন সমস্যা, যা দ্বিপাক্ষিক আলোচনাতেই মিটবে। তৃতীয় কোন হস্তক্ষেপের সেখানে প্রয়োজন নেই।”
এ বিষয়ে গত মাসে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার ভারতের অবস্থান স্বচ্ছ করে বলেছিলেন, “আমরা মন্তব্যটি শুনেছি যে, ভারত ও পাকিস্তান যদি বলে তাহলে তিনি মধ্যস্থতাকারী হতে রাজি। কাশ্মীর সমস্যার সমাধানে ভারতের তরফে মধ্যস্থতার কোনও আর্জি জানানো হয় নি।”

এই প্রসঙ্গে কুমার আরও বলেছিলেন যে, “ধারাবাহিকভাবে ভারত যে কোন সমস্যা নিয়ে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানের সঙ্গে যে কোনও প্রতিশ্রুতি একটাই শর্ত যেখানে ভীতিপ্রদর্শন দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যলাভের চেষ্টাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে। শিমলা চুক্তি ও লাহোর ডিক্লেয়ারেশন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের সব সমস্যা দ্বিপাক্ষিকভাবেই সমাধান হবে।”

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর