thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

২০১৯ আগস্ট ০২ ১৯:৩১:২৫
থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন।

আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের মধ্যেই শহরটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা এ ঘটনার তীব্র নিন্দা জানয়ে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

শুক্রবার সকাল ৯টার আগে ব্যস্ত সময়ে শহরের কেন্দ্রবিন্দু মেট্রা স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শহরের সবচেয়ে উচুঁ ভবনের কাছে ঘটা বিস্ফোরণে চারজন আহত হন। এর কিছুক্ষণ পরই একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আসিয়ান রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন পণ্ড করতে এ হামলা কি না সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, এসব ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তিনি বলেন, হামলাকারীরা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন স্থলের নিকট হতে দুটি নকল বোমা দেখতে পায় পুলিশ। তবে এসব ঘটনা সম্মেলনে কোনো বিঘ্ন ঘটাতে পারেনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর