thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিরোধী দলীয় রাজনীতি অনৈক্যের চোরাবালিতে: মান্না

২০১৯ আগস্ট ০২ ১৯:৩৬:৩৭
বিরোধী দলীয় রাজনীতি অনৈক্যের চোরাবালিতে: মান্না

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতি অনৈক্য ও আপসকামিতার চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, 'রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এবং নিয়মিত গণতন্ত্রের চর্চা থাকলে সরকার আজ এতখানি অন্যায় আচরণ করতে পারত না। তবে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়।'

ক্ষমতাসীন সরকারকে অনির্বাচিত দাবি করে তিনি বলেন, 'এ ধরনের সরকার বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। তাই বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবর্তনমূলকভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশে সুষ্ঠু গণতন্ত্রের জন্য সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে।'

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, 'দেশের রাজনৈতিক, আইনশৃঙ্খলা, ডেঙ্গু, লুটপাটের চরম অবস্থা থেকে মুক্তি পাওয়ার কথা ভাবতে হবে। দল, গোষ্ঠী, পরিবার, ব্যক্তিকেন্দ্রীক চিন্তা-স্বার্থ বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাজনীতি করতে হবে। আর রাষ্ট্রকে রক্ষা করার একমাত্র পথ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।'

তিনি বলেন, 'একটা রাষ্ট্রে নৈরাজ্য তখনই দেখা দেয় যখন সেখানে গণতন্ত্র অনুপস্থিত থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অগণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে একটি সর্বজন গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। সেজন্যই এই সংসদ বাতিল করে অবিলম্বে একটি গ্রহলযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।'

দেশের সমসাময়িক পরিস্থিতি তুলে ধরে মান্না বলেন, 'সরকারের ব্যর্থতায় সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। মশা মারতে হবে– প্রধানমন্ত্রীর এ ধরনের নির্দেশের জন্য অপেক্ষা করে অকালকুষ্মাণ্ডরা।'

তিনি বলেন, 'গত ১০ বছরে গুম, খুন, হত্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। খাদ্যে ভেজাল রেকর্ড ছাড়িয়েছে। সেই সঙ্গে নীতি নৈতিকতা ও মূল্যবোধের ভয়াবহ অধঃপতন হয়েছে।'

জাতীয় ঐক্যফ্রন্ট কার্যকর আছে কি-না জানতে চাইলে মান্না বলেন, 'জোট তো আছে। ঐক্যে ফাটল ধরেনি। তবে রাজনীতি আপসকামিতায় ঢুকে গেছে। এটা সরকারের সঙ্গে হতে পারে, অন্যদের সঙ্গে হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে।'

বিএনপি বিরুদ্ধে সরকারের সঙ্গে আপস করার অভিযোগ তুলছেন কি-না এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, 'এ রকম কোনো প্রমাণ নিয়ে কথা বলছি না। তবে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াইটা করার কথা সেটা না করায় নীতির জায়গায় আপস করা হয়েছে বলেই ধরে নিচ্ছি।'

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় নেতা মোমিনুল ইসলাম, মোফাখারুল ইসলাম নবাব, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহিদ-উর রহমান উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর