thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এখন সবচেয়ে ভয়াবহ প্রশ্ন আমরা ডেঙ্গু আক্রান্ত হবো কি হবো না: ফখরুল

২০১৯ আগস্ট ০৫ ২১:২৫:৩৬
এখন সবচেয়ে ভয়াবহ প্রশ্ন আমরা ডেঙ্গু আক্রান্ত হবো কি হবো না: ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেঙ্গু রোগের বিস্তার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে সবচেয়ে ভয়াবহ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা বাঁচবো কি বাঁচবো না। ডেঙ্গুতে আক্রান্ত হবো কি হবো না। যারা আমাদের মাথার ওপর ছুরি দিয়ে দেশ চালাচ্ছেন, তারা বলেন, সব কিছু নিয়ন্ত্রণে আছেন।

আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম যখন জুন মাসে অর্থমন্ত্রী আক্রান্ত হন, তখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ জন। পত্রিকায় আজ আসছে সরকারি হিসেব অনুযায়ী ১৫ হাজার ৭৬০ জন আক্রান্ত। এ তিনমাস নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব। তিনি কিছু জানেন না, কয়জন মারা গেছে তাও বলতে পারেন না।

তিনি বলেন, আমাদের মেয়রা বললেন, এটা গুজব। এখনো তারা যে কথাবার্তা বলছেন, তাতে পরিষ্কার হয় এদের কোনও দায়িত্বশীলতা নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভাবছে চিরদিন তারা ক্ষমতায় থাকবে। তবে পারবে না। খালেদা জিয়া বের হবেন এবং এ দেশের মানুষ তাকে বের করবে। সুতরাং হতাশ হবেন না। বারবার আমরা সংকটে, বিপদে পড়েছি আবার ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর