thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ইরেশ–মিম দম্পতির ঘরে নতুন অতিথি

২০১৯ আগস্ট ০৭ ১৭:৪৩:২১
ইরেশ–মিম দম্পতির ঘরে নতুন অতিথি

দ্য রিপোর্ট ডেস্ক: নতুন অতিথির নাম রাখা হয়েছে মেহা রশীদ যাকের। বুধবার সকাল সোয়া ১০টায় সে পৃথিবীতে এসেছে। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের প্রথম সন্তানের সংবাদটি ভক্ত, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করলেন অভিনেতা ইরেশ যাকের।

ইরেশ যাকের সাংবাদিকদের বলেন, বাবা হয়েছি। দাদা–দাদি হয়েছেন আলী যাকের ও সারা যাকের। খালা হয়েছেন অভিনেত্রী মিথিলা।

প্রথমবার বাবার হওয়ার অনুতূতি কথা জানতে চাইলে তিনি বলেন, একবার কান্না আসছে, আরেকবার হাসি। কেমন যে লাগছে বোঝাতে পারব না। মা আছে পোস্ট অপারেটিভে আর বাচ্চা নার্সারিতে।

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগির মা–মেয়েকে একসঙ্গে কেবিনে আনা হবে।

গত বছরের ২ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ ও ৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর