thereport24.com
ঢাকা, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১,  ১ জমাদিউল আউয়াল 1446

জিদানের মুখে হাসি ফোটালেন ক্রুস-বেনজেমারা

২০১৯ আগস্ট ১৮ ০০:৪৮:০৫
জিদানের মুখে হাসি ফোটালেন ক্রুস-বেনজেমারা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রাক-মৌসুমে বার্সেলোনা উড়ছিল, একের পর এক জয়ে। রিয়াল মাদ্রিদ সেখানে একের পর এক হারে সমালোচনায়। কিন্তু লা লিগা শুরু হতে উল্টো চিত্রই দেখল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভালভার্দের দল যেখানে হেরে শুরু করেছে, জিদানের শিষ্যরা সেখানে বড় জয়ের হাসিতে নতুন মৌসুম যাত্রা করল।

শনিবার সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। করিম বেনজেমা, টনি ক্রুস ও লুকাস ভাসকেজ গোল তিনটি করেন।

ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় রিয়াল। বেলের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। প্রথমার্ধে আর গোল আসেনি। তবে ইয়াগো আসপাসের একটি গোল ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ফিরে বড় ধাক্কা খায় অতিথিরা। ৫৬ মিনিটের সময় লুকা মদ্রিচ লাল কার্ডে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে পড়ে রিয়াল। ডেনিস সুয়ারেজকে বাজেভাবে ট্যাকল করে বিপদে পড়েন ক্রোয়েট মিডফিল্ড তারকা।

তার পাঁচ মিনিট পরই অবশ্য ব্যবধান বাড়ায় রিয়াল। দ্রুতগতির শটে স্বাগতিক জালে বল জড়ান জার্মান মিডফিল্ডার ক্রুস। আর ৮০ মিনিটে ৩-০ করেন বদলি নামা ভাসকেজ।

একেবারে শেষ মুহূর্তে একটি সান্ত্বনার গোল আদায় করে সেল্টা। ইকের লোসাডা ব্যবধান কমানো গোলটি করেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর