thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

২০১৯ আগস্ট ১৯ ১০:০৫:৪০
৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে লাইনচ্যুত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ফলে ৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার মাহমুদ জানান, ভেঙে যাওয়া লাইনের ৪টি স্লিপার স্থানীয়ভাবে মেরামতের পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রাত ১২টা থেকে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত ৩টা ৩৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে দাঁড়িয়ে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিও।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে স্টেশনের ইউপি গেটে এসে দুটি বগি ও ৮টি চাকা নিয়ে লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর