thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৯ আগস্ট ২০ ২৩:৫৯:২৭
ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোনের তরফে সম্প্রতি সিলেটের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখাপ্রধান কায়সার আহমেদ। এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার কুরবাননগর, গৌড়ারং, রংগাড়চর, তাহিরপুর ও জামালগঞ্জসহ সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, পেঁয়াজ, আলু, চিড়া, চিনি, ডাল, তেল ও লবন বিতরণ করা হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর