thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

আয়ে সবাইকে ছাড়িয়ে স্কারলেট

২০১৯ আগস্ট ২৪ ১৯:২২:০৯
আয়ে সবাইকে ছাড়িয়ে স্কারলেট

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানিয়েছে। গত বছরও এই তালিকায় শীর্ষে ছিলেন এ অভিনেত্রী।

মার্ভেলসের সুপারহিরো সিনেমা অ্যাভেঞ্জার্সে ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেন স্কারলেট। এ বছর মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স: এন্ডগেম তাকে তালিকায় শীর্ষ স্থান পেতে সাহায্য করেছে। জানা গেছে, সিনেমাটির জন্য প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন তিনি।

গত বছর ১ জুন থেকে চলতি বছর ১ জুন পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে তৈরি হয়েছে এ তালিকা। এতে স্থান পাওয়া অন্য অভিনেত্রীদের মধ্যে রয়েছেন— সোফিয়া ভারগারা, এলিজাবেথ মস, মার্গোট রোবি, রিস হুইদারস্পুন প্রমুখ। তালিকার শীর্ষ দশ অভিনেত্রীর মোট আয় ৩১৪.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ অভিনেত্রী হলেন:

১. স্কারলেট জোহানসন- ৫৬ মিলিয়ন মার্কিন ডলার
২. সোফিয়া ভারগারা- ৪৪.১ মিলিয়ন মার্কিন ডলার
৩. রিজ উইদারস্পুন- ৩৫ মিলিয়ন মার্কিন ডলার
৪. নিকোল কিডম্যান- ৩৪ মিলিয়ন মার্কিন ডলার
৫. জেনিফার অ্যানিস্টন- ২৮ মিলিয়ন মার্কিন ডলার
৬. কেলি কুকো- ২৫ মিলিয়ন মার্কিন ডলার
৭. এলিজাবেথ মস- ২৪ মিলিয়ন মার্কিন ডলার
৮. মার্গট রবি- ২৩.৫ মিলিয়ন মার্কিন ডলার
৯. শার্লিজ থেরন- ২৩ মিলিয়ন মার্কিন ডলার
১০. ইলেন পম্পেও- ২২ মিলিয়ন মার্কিন ডলার

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর