thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শাস্ত্রীর জায়গায় নিজেকে দেখতে চান গাঙ্গুলি

২০১৯ আগস্ট ২৫ ১০:২৮:৫০
শাস্ত্রীর জায়গায় নিজেকে দেখতে চান গাঙ্গুলি

দ্য রিপোর্ট ডেস্ক: আরো একবার ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলি। অদূর ভবিষ্যতে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি।

কয়েক দিন আগে দ্বিতীয় মেয়াদে বিরাট কোহলিদের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের পর পরই কোচের জন্য বিজ্ঞাপন দেয় তারা। সেসময়ও গুরুর দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন গাঙ্গুলি। তিনি জানান, এখনই না, তবে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার কোচ হতে চান।

শাস্ত্রীর অধীনে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে কোহলি অ্যান্ড কোং। ইতিমধ্যে ক্যারিবিয়ান দ্বীপে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছে তারা। টেস্ট সিরিজেও ভালো অবস্থানে আছে সফরকারীরা। সিরিজ চলাকালীন এক সাক্ষাৎকারে মেন ইন ব্লুদের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেন গাঙ্গুলি।

তিনি বলেন, ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাই, তা আগেই বলেছি। বিরাট ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন ক্রিকেটার। তার সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে।

বিংশ শতাব্দীর আগে ঘরের মাঠে জিতলেও বিদেশে খাবি খেত ভারত। ২০০০ সালে দলনায়ক হন তিনি। অধিনায়কত্ব পেয়েই পুরো টিমের চেহারা পাল্টে দেন মহারাজ। তার নেতৃত্বেই ঘরে-বাইরে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা অর্জন করে ভারতীয় দল। বিদেশেও জয়ের স্বাদ পেতে শুরু করে। গোটা দলে লাগে পরিবর্তনের হাওয়া।

ক্রিকেট বিশেষজ্ঞদের বিশ্বাস, জাতীয় দলের কোচ হলে ভারতের এ সাবেক অধিনায়ক কোহলিদের সাজঘরে সেই বিশ্বাসের পুনর্জন্ম দিতে পারবেন। গাঙ্গুলিও জানিয়েছেন, দলকে বড় টুর্নামেন্ট জেতাতে অবদান রাখতে পারলে ভালোই লাগবে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর