thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আবারও বাড়ল স্বর্ণের দাম

২০১৯ আগস্ট ২৭ ০৯:০৯:০০
আবারও বাড়ল স্বর্ণের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দর, চলতি মাসে যা চতুর্থবার। আগের বারের মতো এবারও ভরিপ্রতি বাড়ানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দর দাঁড়িয়েছে ভরিপ্রতি ৫৮ হাজার ২৮ টাকা। আজ মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর বাড়ার ঘোষণা দিয়েছে। দাম বাড়ানোর পেছনে যথারীতি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিকে কারণ দেখিয়েছে সংগঠনটি।

এ নিয়ে গত দেড় মাসে ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় সাত হাজার ৯০০ টাকা বা ১৫ শতাংশের বেশি বেড়েছে।

স্বর্ণ করমেলার পর গত ৪ জুলাই দর বাড়িয়েছিল বাজুস। ওই দাম বাড়ানোর আগে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫০ হাজার ১৫৫ টাকা। এরপর চলতি মাসে চার দফা এবং গত মাসে আরও এক দফায় দর বাড়ায় স্বর্ণ ব্যবসায়ীদের সমিতি।

সোমবারের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দর ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দর ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৬ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর