thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

‘ঘূর্ণিঝড়ে কেন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছি না।’

২০১৯ আগস্ট ২৭ ১১:৫৫:৩৮
‘ঘূর্ণিঝড়ে কেন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছি না।’

দ্য রিপোর্ট ডেস্ক: ‘আমেরিকা আগে’ স্লোগানে নিজ দেশেই শ্বেতাঙ্গবাদ উসকে দিয়েছেন। সিরিয়ার চলমান যুদ্ধ জোরদারে রাতের আধারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। যুদ্ধের তোড়জোর শুরু করেছেন ইরানে। এবার ঘূর্ণিঝড়েও বোমা মারার কথা বললেন যুক্তরাষ্ট্রের ‘পাগলা’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগেই প্রলঙ্করী হারিকেন ঘূর্ণিঝড়কেও থামিয়ে দিতে চান তিনি। এজন্য ‘ঘূর্ণিঝড়ের চোখে’ পরমাণু বোমা মারতে মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন তিনি। জি-সেভেন সম্মেলনে যাওয়ার আগে ঘূর্ণিঝড় হারিকেন সম্পর্কিত এক বৈঠকে ঝড় ও এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায় বাতলান ট্রাম্প।

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ খবর জানিয়েছে। ট্রাম্প ঠিক কোনদিনের বৈঠকে এ মন্তব্য করেন সে সম্পর্কে রিপোর্টে কিছু উল্লেখ করেনি এক্সিওস। এএফপি

বৈঠকে দুর্যোগ মোকাবেলা বিভাগ ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কাছে তিনি জানতে চান, সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সময় ঝড়ের চোখে নিউক্লিয়ার বোমা মেরে তাকে থামিয়ে দেয়া সম্ভব কি না। ট্রাম্পের হাস্যকর ও উদ্ভট এই পরামর্শে তাজ্জব হয়ে কর্মকর্তারা তখনই বৈঠক ত্যাগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস। তবে সিনিয়র একজন কর্মকর্তা ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘প্রেসিডেন্টের উদ্দেশ্য খারাপ নয়।’

এএফপি জানিয়েছে, এটাই প্রথমবার নয়। এর আগে ২০১৭ সালেও বোমার মাধ্যমে হারিকেনের কার্যক্ষমতা ধ্বংস করার পরামর্শ দেন ট্রাম্প। ১৯৫০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডুইট আইজেন আওয়ারের সময় ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে এ ধারণা দেন এক মার্কিন বিজ্ঞানী।

প্রায় ৭০ বছর পর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাওয়া গেল সেই অদ্ভুত পরামর্শ।

বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈঠকগুলো কবে হয়েছে তার নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে সংবাদমাধ্যমগুলোর কেউই কিছু জানাতে পারেনি।

নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসকে নাম প্রকাশ না করার সূত্রে ঘটনা সম্পর্কে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি প্রথম জানান। সূত্রের কথামতো হারিকেন প্রতিরোধ উপায় পাওয়ার পর উত্তেজিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি পেয়ে গেছি। আমি পেয়ে গেছি। কেন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছি না।’

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৭ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর