thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ছাত্রদলে সভাপতি ও সম্পাদক পদে বৈধ প্রার্থী ৪৫ জন

২০১৯ আগস্ট ২৮ ০১:৩২:০৫
ছাত্রদলে সভাপতি ও সম্পাদক পদে বৈধ প্রার্থী ৪৫ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।বিএনপির এই অঙ্গসংগঠনেরখসড়া তালিকায় প্রাথমিকভাবে সভাপতি পদে ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন বৈধ প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে গঠিত যাচাই-বাছাই কমিটি এ খসড়া তালিকা প্রকাশ করে।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীরা প্রচার চালাতে পারবেন ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত। আগামী ১৪ সেপ্টেম্বর এই দুটি পদে ভোট হবে।
সভাপতি পদে খসড়া তালিকায় বৈধ ১৫ প্রার্থী হচ্ছেন কাজী সুলাইমান হোসেন, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. সুরুজ মণ্ডল, রওনকুল ইসলাম শ্রাবণ, মো. মামুন খান, আশরাফুল আলম ফকির, মো. ফজলুর রহমান খোকন, মো. আবদুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, মো. এরশাদ খান, মো. শামীম হোসেন, মো. ইলিয়াস, এস এম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার। এ পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৭ জন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার। কিন্তু বিবাহিত হওয়ার অভিযোগ ওঠায় যাচাই-বাছাই কমিটি প্রাথমিক তদন্ত শেষে তার মনোনয়ন ফরম বাতিল করেছে।
সাধারণ সম্পাদক পদে খসড়া তালিকায় ৩০ বৈধ প্রার্থী হচ্ছেন মো. আরিফুল হক, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, মো. মহিউদ্দিন রাজু, আবদুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মো. জাকিরুল ইসলাম জাকির, মো. কারিমুল হাই, মাজেদুল ইসলাম, মো. আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো. মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল, মো. আমিনুর রহমান আমিন, মুন্সি আনিসুর রহমান, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার, মো. হাসান, মো. মিজানুর রহমান শরিফ, মো. রাশেদ ইকবাল খান, রিয়াদ মো. ইকবাল হোসাইন, মো. আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, মো. আবুল বাশার, মো. আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম, এ এ এম ইয়াহ ইয়া।

এ পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন কারণে বাকিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে খসড়া তালিকা প্রকাশের সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর