thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

জিজ্ঞাসাবাদের পর ৫ দিন ছুটি চাইলেন ডিসির অফিস সহায়ক

২০১৯ আগস্ট ২৯ ১৭:২৫:০৩
জিজ্ঞাসাবাদের পর ৫ দিন ছুটি চাইলেন ডিসির অফিস সহায়ক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় অভিযুক্ত জেলা প্রশাসক অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা আরও ৫ দিন ছুটি চেয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তিনি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন করেন তিনি।

এর আগে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষে তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন। এর পরই জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যর তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। এই কমিটি ডিসির সঙ্গে সাধনার কেলেঙ্কারীর বিষয়ে তদন্ত করেন।

তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন, যেখানে ওই ভিডিওটি হয়।

এর পর ডিসি অফিসের সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত সাধনার সঙ্গে বলেন তদন্ত কমিটি।

পরে তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এর আগেও দুদিনের ছুটি কাটান সাধনা।

গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়ক সাধনার অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট বরখাস্ত করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর