thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

একদিন সরকারকে জবাব দিতেই হবে: ফখরুল

২০১৯ আগস্ট ৩০ ২২:৪৫:১৭
একদিন সরকারকে জবাব দিতেই হবে: ফখরুল

রিপোর্ট প্রতিবেদক : ‘মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে; কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। এর জন্য একদিন এই সরকারকে জবাব দিতেই হবে। গুম-খুনের জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে হবে।’

শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দলের নিখোঁজ সাবেক সাংসদ এম ইলিয়াছ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল এ সময় ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন। বিএনপির সিনিয়র অন্য নেতারাও রাজধানীতে গুম হওয়া নেতাকর্মীদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা ফলের ঝুড়ি নিয়ে যান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গুম মানবতাবিরোধী একটি অপরাধ। জাতিসংঘের সনদে পরিস্কার বলা হয়েছে, এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। একদিন না একদিন এই মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার হবেই। জনগণের প্রতিনিধিরা সরকার গঠন করলে এর বিচার অবশ্যই হবে।

তিনি বলেন, এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে। অথচ আজ সেই দেশের যুবক ছেলেদের রাজনীতি করার জন্য গুম করা হচ্ছে। তাদের পরিবার জানে না তাদের সন্তানরা কোথায় আছে। ছোট্ট শিশুসন্তানরা জানে না, তাদের বাবা কোথায় আছে। তারা এখনও মনে করেন, এই বোধহয় সে বাসায় ফিরে আসবে। তাদের কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি না। কিন্তু তাদের কষ্ট অনুভব করি।

বিএনপি মহাসচিব নিখোঁজ ইলিয়াস আলী, নিজামুদ্দিন মুন্না ও তারিকুল ইসলাম ঝন্টু, সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শহিদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার ফারজানা শারমিন প্রমুখ ছিলেন।

বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বংশালে মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, পারভেজ হোসেন ও মো. চঞ্চলের বাসায় যান। গয়েশ্বর চন্দ্র রায় সূত্রাপুরের খালিদ হোসেন সোহেল, সেলিম রেজা পিন্টু ও সম্রাট মোল্লার বাসায় এবং সেলিমা রহমান সবুজবাগে মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুমের বিচার অবশ্যই একদিন হবে। এ সময় তার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী ইসরাক হোসেন সাদেক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহিরউদ্দিন তুহিন ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ৩০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর