thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

ভারতে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত বেড়ে ২০

২০১৯ সেপ্টেম্বর ০১ ১০:২৫:১৫
ভারতে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত বেড়ে ২০

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে।

আহত হয়েছেন আরও ৫০ জন। মহারাষ্ট্রের শিরপুরের ওয়াগাধি গ্রামে অবস্থিত ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণের পর সেখানে আরও ৭০ জন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
শ্রীপুরের মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন নামের ওই কেমিক্যাল কম্পাউন্ডের ভেতরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় শতাধিক কর্মী ওই কারখানায় কাজ করছিলেন।

শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে কেমিক্যাল কারখানাটি অবস্থিত। শনিবার সকাল পৌনে দশটার সময় কারখানাটিতে বিস্ফোরণ ঘটে।

শিরপুর থানার পুলিশের এক অফিসার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে- একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

মর্মান্তিক ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে। কারখানার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা দেখা হবে বলে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর