thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

খেলোয়ারদের সম্মানী ভাতা চালু হবে এ বছরই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০১৯ সেপ্টেম্বর ০১ ১৯:০১:৩১
খেলোয়ারদের সম্মানী ভাতা চালু হবে এ বছরই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: এ বছর থেকেই খেলোয়ারদের সম্মানী ভাতা চালু করা হচ্ছে বলা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, যারা টাকা অভাবে খেলাধুলা করতে পারছে না তাদের বঙ্গবন্ধু কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি, থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে প্রতি মাসে সহযোগিতা পেতে পারে।

রোববার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুলবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলার আয়োজন করে জাতীয় খেলোয়ার বাছাই করা হবে। জাতীয় পর্যায়ের খেলোয়ারদের প্রশিক্ষণের মাধ্যমে ছেলে ও মেয়েদের ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রতিটি জেলায় একটি করে জিমনেসিয়াম নির্মাণ করা হবে। যেখানে প্রত্যান্ত অঞ্চলের খেলোয়াররা সারা বছর খেলাধুলা করতে পারবে ও তাদের শরীর ঠিক রাখতে পারবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল হচ্ছে ঘরের পাশে আরেকটি ঘর। নিজের জেলাকে যে রকম আমরা ভালবাসি, তেমনি টাঙ্গাইলকেও আমরা ভালবাসি। টাঙ্গাইল আমাদের পাশের একটি ঐতিহ্যবাহী জেলা। টাঙ্গাইলকে আমরা খুব ভালবাসি বলেই এতো বড় খেলা টাঙ্গাইল ভেন্যুতে আয়োজন করা হয়েছে। যে খেলায় মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সেই খেলা টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলে অনেক বড় কীর্তিমানের খেলোয়ার রয়েছে। যারা খেলার মাধ্যমে টাঙ্গাইল ও দেশের সুনাম বয়ে এনেছেন।

তিনি বলেন, স্টেডিয়াম আধুনিকায়ন, জাতীয়করণ ও আন্তর্জাতিক মানের করা দাবি জানানো হয়েছে। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামটি আধুনিয়কায়ন করার যোগ্যতা রাখে, এটা হওয়া উচিৎ। আমাদের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় টাঙ্গাইল স্টেডিয়াম আধুনিকায়ন করা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের আতাউর রহমান খান, টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল -৮ (মির্জাপুর) আসনের একাব্বর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা ক্রিড়া অফিসার আলআমিন সবুজ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোড়ার ও শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর