thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

'ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর রক্ষায় পাকিস্তানের সেনা পাঠানো উচিত'

২০১৯ সেপ্টেম্বর ০২ ১৩:৫৬:১৮
'ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর রক্ষায় পাকিস্তানের সেনা পাঠানো উচিত'

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার বলেছেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর এখানে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করা প্রয়োজন ছিল।

যেহেতু এখন পর্যন্ত জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাশ্মীরিদের রক্ষায় সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত বলে মনে করেন সৈয়দ সালাহউদ্দিন নামে কাশ্মীরের ওই স্বাধীনতাকামী নেতা। খবর রয়টার্সের।

কাশ্মীরের ডজনখানেক সংগঠনের জোটপ্রধান সালাহউদ্দিন আরও বলেন, বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের উচিত কাশ্মীরের এ দুর্দিনে নির্যাতিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানো।

রোববার কাশ্মীরি ওই নেতা এসব কথা বলেন। তার এসব মন্তব্যে চাপে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কারণ ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের চালানো ভারতের সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদ প্রথম থেকেই করে আসছে পাকিস্তানের সাধারণ জনগণ।

পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদে রোববার বিশাল এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বাদগ্রাম শহরে জন্ম হলেও ২০১৭ সালে ওয়াশিংটন সালাহউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করার পর থেকে তিনি আজাদ কাশ্মীরে চলে যান।

তাকে আশ্রয় দেয়ায় তখন পাকিস্তানের সমালোচনাও করে মার্কিন যুক্তরাষ্ট্র।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর