thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

জামায়াতে উপস্থিত থাকলেও কথা বলতে পারবেন না জাকির নায়েক

২০১৯ সেপ্টেম্বর ০২ ১৯:২০:৪১
জামায়াতে উপস্থিত থাকলেও কথা বলতে পারবেন না জাকির নায়েক

দ্য রিপোর্ট ডেস্ক: মালয়েশীয় শহর মেলাকায় একটি জামায়াতে অংশ নেওয়ার অনুমতি মিলেছে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের। তবে তার দাবি সরকার শুধু তাকে বক্তব্য দিতে নিষেধ করেছে। জামায়াতে কিংবা কোনও অনুষ্ঠানে অংশ নিতে মানা করেনি।

সম্প্রতি জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়,ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক। এই মন্তব্যের জেরে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। এ বিষয়ে দুইবার পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছে তাকে।

মেলাকার কাউন্সিলর ও মসজিদ কমিটির প্রধান মোহাম্মদ রফিক নাইজামোহিদিন বলেছেন ,৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি তিনি মসজিদ কমিটির প্রধান হিসেবে আয়োজন করছেন। কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নন। তিনি বলেন, ‘মেলাকা সরকার ও পুলিশ শুধুমাত্র জাকির নায়েকের বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনও অনুষ্ঠানে অংশ নিতে নয়।’ বিষয়টি নিয়ে আলোচনার জন্য মেলাকার মুখ্যমন্ত্রী ইদ্রিস হারোনেরও সমালোচনা করেন তিনি।

এদিকে মেলাকা কমিউনিকেশন্স, মাল্টিমিডিয়া, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কমিটির চেয়ারম্যান কার্ক চি রফিককে আহ্বান জানান যেন তিনি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে জাকির নায়েককে আমন্ত্রণ না জানান। তিনি বলেন, উনি হয়তো কোনও বক্তব্য দিবেন না। কিন্তু তিনি বিতর্কিত। সব সরকারি কর্মকর্তারই উচিত মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নেওয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর