thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

 আন্দোলন শুরু হয়ে গেছে আর থামানো যাবে না: বিএনপি

২০১৯ সেপ্টেম্বর ০২ ২১:৪৪:৩৮
 আন্দোলন শুরু হয়ে গেছে আর থামানো যাবে না: বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতারা বলেছেন, দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শোভাযাত্রার আগে সমাবেশে তারা বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে এবং তা আর থামানো যাবে না।

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, আলোচনাসহ নানা আয়োজন ছিল বিএনপির। পরদিন হলো শোভযাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন দলের সিনিয়র নেতারা।

সরকারের নানা বিষয়ে সমালোচনা করে আন্দোলনের ডাক দেন দলের মহাসচিব।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রা নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর