thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

শার্শায় ২ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

২০১৯ সেপ্টেম্বর ০৪ ১১:১২:৪৯
শার্শায় ২ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ উপ-পরিদর্শকসহ দুই জনের বিরুদ্ধে।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভিকটিম গৃহবধূ বলেন, আমার স্বামী একসময় চোরাচালানিদের পণ্য বহন করতো। কিন্তু এখন কৃষিকাজ করে। ৯ দিন আগে (২৫ আগস্ট) এসআই খায়রুল বাড়ি থেকে আমার স্বামীকে ধরে নিয়ে যান। পরে তিনি আমাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার স্বামীকে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে চালান দেওয়া হয়। আমি থানা পুলিশকেও বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমার কথা শোনেননি।

ওই নারীর অভিযোগ, সোমবার রাত আড়াইটার দিকে এসআই খায়রুল, সোর্স কামারুল এবং গ্রামের আরও তিন-চার জন এসে তাকে ডাকাডাকি করেন। এত রাতে দরজা খুলতে না চাইলে তারা মামলার ব্যাপারে কথা বলবেন বলে জানান। তখন তিনি দরজা খুলে দেন। এ সময় এসআই খায়রুল আবারও ৫০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে ৫৪ ধারায় মামলা করার হুমকি দেন। এ নিয়ে ঝগড়া হলে খায়রুল ও কামরুল ক্ষিপ্ত হয়ে তাকে ঘরেই ধর্ষণ করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক বলেন, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৪ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর