thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ফরাসি সিনেমা থেকে চুরি করা প্রভাসের ‘সাহো’!

২০১৯ সেপ্টেম্বর ০৪ ১১:৩১:১৩
ফরাসি সিনেমা থেকে চুরি করা প্রভাসের ‘সাহো’!

দ্য রিপোর্ট ডেস্ক: দিন কয়েক আগেই অভিনেত্রী লিসা রে ‘সাহো’ নির্মাতাদের বিরুদ্ধে চলচ্চিত্র চুরির অভিযোগ এনেছিলেন। এবার ২০০৮ সালের ফরাসি থ্রিলার ‘লার্গো উইঞ্চ’র পরিচালক দাবি করেছেন যে প্রভাসের নতুন সিনেমাটি আসলে তারই ওই সিনেমার অনুলিপি।

বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী তাঁকে সিনেমার সাদৃশ্যগুলির ইঙ্গিত দিয়ে ট্যাগ করার পরে জেরোম তাঁর নিজের চলচ্চিত্র এবং ‘সাহো’র মধ্যে মিলগুলির বিষয়ে জানতে পেরেছিলেন।

একটি টুইট বার্তায় জেরোম সাল্লে ‘সাহো’কে ‘লার্গো উইঞ্চের দ্বিতীয় ফ্রিমেক' বলেছেন এবং সিনেমাটিকে ‘প্রথমটির মতোই খারাপ' বলেও অভিহিত করেছেন।

গত বছর জেরোম সাল্লে পবন কল্যাণের অজ্ঞাতবাসীর বিরুদ্ধেও লার্গো উইঞ্চকে চুরি করার অভিযোগ করেছিলেন। সাহুর নির্মাতারা অবশ্য এখনও এই অভিযোগের জবাব দিতে পারেননি।

১ সেপ্টেম্বর পোস্ট করা একটি টুইটে জেরোম সাল্লে লিখেছেন: “লার্গো উইঞ্চের দ্বিতীয় ‘ফ্রিমেক'! এটি প্রথমটির মতোই খারাপ, তাই তেলুগু পরিচালকরা দয়া করে, আপনারা যদি আমার কাজ চুরি করেন তবে নিদেপক্ষে সঠিকভাবে করুন?”

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৪ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর