thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

নিরাপত্তাহীনতায় ভুগে ফারিয়ার জিডি

২০১৯ সেপ্টেম্বর ০৪ ১৬:৩৬:১৮
নিরাপত্তাহীনতায় ভুগে ফারিয়ার জিডি

দ্য রিপোর্ট ডেস্ক: নিরাপত্তাহীনতায় ভুগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল মঙ্গলবার নগরীর পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে জিডি করেছেন তিনি। জিডির নম্বর ১৮৮।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘অভিনেত্রী শবনম ফারিয়াকে তার ফেসবুকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। এজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল তিনি জিডি করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।’

‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করছেন শবনম ফারিয়া, নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিসহ বেশ কয়েকজন অভিনেত্রী-নির্মাতা। অনুষ্ঠানটিতে বিচারকদের আচরণ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এটি কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি ফেসবুকে ফারিয়াকে হুমকি দিয়ে আসছিল বলে জানা যায়।

এছাড়া কয়েক দিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে।

এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ করেছি। আগামী রোববার আদালতে যাব।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৪ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর