thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক সুস্মিতা সেন

২০১৯ সেপ্টেম্বর ০৮ ১৩:১৯:৫৩
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক সুস্মিতা সেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। গতকাল শনিবার নগরীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজক কমিটির চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘চমৎকারভাবে অনুষ্ঠানটির আয়োজনের সর্বাত্মক চেষ্টা করছি। এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুস্মিতা সেন। এরই মধ্যে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন তিনি। সুস্মিতা একজন বাঙালি অভিনেত্রী। এতে করে প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ সহজ হবে।’

বিচারক হিসেবে আরো থাকবেন আতাহার আলী খান, রুবাবা-দৌলা মতিন, বিপাশা হায়াৎ।

আগামী ২৩ অক্টোবর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ প্রতিযোগিতায় ৮ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। চূড়ান্ত বিজয়ী অংশ নেবেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের আসরে।


ফ্লোরা ব্যাংক ট্যাগলাইনে শুরু হতে যাচ্ছে ‌‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। প্রতিযোগিতাটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর