thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

বাঞ্ছারামপুরে যুবককে গুলি করে হত্যা

২০১৯ সেপ্টেম্বর ১০ ১১:১৮:৪৫
বাঞ্ছারামপুরে যুবককে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। আহতরা হলেন আবদুল আওয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৫) ও করিম (৪০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নানা বিষয় নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের অলি মেম্বার ও ইকবাল হোসেনের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে সোমবার রাতে অস্ত্র-শস্ত্র নিয়ে তাতুয়াকান্দি গ্রামের পার্শ্ববর্তী পাইকারচর গ্রামে দানা মিয়ার বাড়িতে অলি মেম্বারের সমর্থকদের ওপর হামলা করে ইকবালের সহযোগীরা।

হামলাকারীরা সুমন ও আওয়ালকে গুলি করে। বাকিদের টেঁটা ও দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর