thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৭

২০১৯ সেপ্টেম্বর ১০ ১৯:৪৬:৪৬
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায়, আহত হয় ১৭ যাত্রী।

আহতের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাইওয়ে পুলিশ। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা অবস্থা আশংক্ষাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছেন চিকিৎসক। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর