thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ছাত্রীদের চুল কেটে দেওয়া সেই প্রধান শিক্ষক বরখাস্ত

২০১৯ সেপ্টেম্বর ১২ ১৫:৪৫:৩৬
ছাত্রীদের চুল কেটে দেওয়া সেই প্রধান শিক্ষক বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দপ্তরিকে দিয়ে ছাত্রীদের চুল কেটে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক কাবেরী গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত কাবেরী উপজেলার ২৯ নম্বর ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, প্রধান শিক্ষক কাবেরী গোপ দপ্তরিকে দিয়ে পঞ্চম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেটে দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক ও মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেওয়া হয়। গত সোমবার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তারা প্রতিবেদন দাখিল করেন।

ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর