thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

গণঅভ্যুত্থান ঠেকাতেই নেতাদের গ্রেফতার : রিজভী

২০১৩ নভেম্বর ১০ ১১:৪৪:৩০
গণঅভ্যুত্থান ঠেকাতেই নেতাদের গ্রেফতার : রিজভী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকার গণঅভ্যুত্থান ঠেকাতেই বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে যেকোনভাবে বিরোধী দল দমনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

খালেদা জিয়ার বাসার নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, তার বাসায় যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হচ্ছে তা অনেকটা কুমিরের কান্নার মতো। নিরাপত্তার অজুহাতে বেগম জিয়াকে গৃহবন্দী করা হচ্ছে কিনা সরকারকে উদ্দেশ্য করে এমন প্র্রশ্নও করেন তিনি।

হরতালের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে।

(দিরিপোর্ট২৪/এম/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর