thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাকিবের ১ ওভারেই ৩০

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১০:১২:০৬
সাকিবের ১ ওভারেই ৩০

দ্য রিপোর্ট প্রতিবেদক: শুরু থেকে বাংলাদেশ জিম্বাবুয়েকে চেপে ধরলেও সাকিব আল হাসানের ১ ওভারেই সব পাল্টে গেছে। ১৬তম ওভারে সাকিব দিয়েছেন ৩০ রান।

ওই ওভারের আগে ৯৫ রান ছিল জিম্বাবুয়ের। তবে ১ ওভারেই সব পাল্টে যায়। প্রথম বলে সাকিবকে ছয় মারেন রায়ান বুরি। পরের ৫ বলে যথাক্রমে ৪,৪,৬,৪,৬। মানে সব মিলিয়ে ৩ চয় আর ৩ চারে আসে ৩০ রান।

এতেই ২১ বলে ২৫ রান করা বুরি ২৭ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টি-২০ ক্যারিয়ারে সাকিবের এক ওভারে সবচেয়ে বাজে বোলিং প্রদর্শন এটি। ৪ ওভারে তিনি কোনো উইকেটই পাননি, দিয়েছেন ৪৯ রান।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর