thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ হারালেন ২ ভাই

২০১৯ সেপ্টেম্বর ১৭ ১১:১৫:২৬
ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ হারালেন ২ ভাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিন (৩২) ও সোহান (৮)। তারা শৈলকুপার নাগপাড়া গ্রামের মৃত নবাব মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে উপজেলার নাগপাড়া গ্রামে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে দুই ভাই।

রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাদের ছোবল দেয়। এ সময় তাদের আর্তনাদে পরিবারের লোকজন এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর