thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

‘৯/১১-র পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যাওয়া ছিল পাকিস্তানের বড় ভুল’

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৮:৩৯:০০
‘৯/১১-র পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যাওয়া ছিল পাকিস্তানের বড় ভুল’

দ্য রিপোর্ট ডেস্ক: নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী জোটে যোগ দেয়াটা পাকিস্তানের অন্যতম বড় ভুল ছিল বলে মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এ যুদ্ধে আমাদের ৭০ হাজার নাগরিক নিহত এবং ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

সোমবার নিউইয়র্কে কাউন্সিল অন ফরেইন রিলেশনসের (সিএফআর) বৈঠকে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খবর দ্য ডনের।

ইমরান খান বলেন, ৯/১১ এর পর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে সবচেয়ে বড় ভুল করেছে। কারণ এতে প্রায় ৭০ হাজার পাকিস্তানি মারা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, পাকিস্তানের ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মার্কিনীদের হয়ে আফগানিস্তানে জিততে পারিনি বলে আমাদের দোষারোপও করা হচ্ছে।

নিজেদের তৈরি বাহিনীকেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী আখ্যা দিয়েছে অভিযোগ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালে সোভিয়েতের দখলে ছিল আফগানিস্তান। সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জিহাদিরা তখন নায়কের মর্যাদা পেত। এরপর ১৯৮৯ সালে সোভিয়েত আফগানিস্তান ছেড়ে চলে গেল।

তিনি বলেন, এরপর এল ৯/১১, পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রকে সমর্থন করে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিল। তাদের শেখানো হয়েছিল বিদেশি শক্তির বিরুদ্ধে লড়ার নাম জিহাদ। কিন্তু যেই আমেরিকা আফগানিস্তানে এল তখন সেটা হলে গেল সন্ত্রাসবাদ।

এই লড়াইয়ে পাকিস্তানের নিরপেক্ষ থাকা উচিত ছিল মন্তব্য করে ইমরান খান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে নিতে অনুরোধ করবেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর