thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘ক্যাসিনোর টাকা তারেক পে‌লে সরকার কি আঙুল চোষে?’

২০১৯ সেপ্টেম্বর ২৫ ১৮:৩৬:৫২
‘ক্যাসিনোর টাকা তারেক পে‌লে সরকার কি আঙুল চোষে?’

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠায়, তাহলে সরকার কি বসে বসে আঙুল চোষে?—এমন প্রশ্ন তুলেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগের বড় পদে কেন বসিয়েছেন প্রশ্ন রে‌খে নজরুল ইসলাম আরও বলেন, ‘খন্দকার মোশতাক যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত সেটা সবাই জানে। সেই মোশতাককে রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণের ব্যবস্থা করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তিনি এখন আওয়ামী লীগার হয়েছেন।’

আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগারের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা শহরকে যারা ক্যাসিনোর শহর বানিয়েছে, তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারতো না।’

ক্যাসিনোর সঙ্গে জড়িত সবাইকে ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘বাংলাদেশ থেকে ক্যাসিনো কালচার দূর করুন। লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু আপনারা এটা করতে পারবেন না। কারণ, এই অনাচার যত বাড়তে থাকবে সরকারের নেতারা তত লাভবান হবেন।’

দেশের চলমান সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার বলে দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর