thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পূবাইলে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১০:১৩:১৪
পূবাইলে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পূবাইলে স্বামী ও স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পূবাইল মেট্রো থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল বেগম (২৫)। তাদের বাড়ি একই এলাকায়। ওই দম্পতির সাফোয়ান নামে দুই বছরের একটি ছেলে রয়েছে।

পূবাইল থানার এসআই মাসুদ জানান, বুধবার দিবাগত রাতে পূবাইল মেট্রো থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। নিহতদের মরদেহের পাশে মরিচের গুঁড়া পাওয়া গেছে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটনসহ খুনি ধরা পড়বে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর